
ইএসডিও’র সীডস প্রকল্পের অধীনে অপ্রাতিষ্ঠানিক কারিগরি প্রশিক্ষণের জন্য গুরু-শিষ্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
০৮ জুলাই ২০২৫ তারিখে, স্ট্রমি ফাউন্ডেশন, নরওয়ের অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন “মর্যাদাপূর্ণ এবং স্থায়িত্বশীল অর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস)” কর্মসূচির অধীনে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় অপ্রাতিষ্ঠানিক কারিগরি প্রশিক্ষণের জন্য ৪৫ জন গুরু-শিষ্যদের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।
উক্ত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তাইজুল ইসলাম, চেয়ারম্যান, বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ, রাজারহাট, কুড়িগ্রাম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের ফোকাল পারসন ও হেড অফ ফিল্ড অপারেশন জনাব আবু জাফর নূর মোহাম্মদ, প্রকল্প ব্যবস্থাপক মুহম্মদ আনোয়ার হোসেন এবং প্রকল্প সংশ্লিষ্ট উন্নয়নকর্মীগণ।
ওরিয়েন্টেশনে বাংলা-জার্মান সম্প্রীতির প্রতিনিধি দিপক মন্ডল (ভাইস-প্রিন্সিপাল, বাংলা-জার্মান সম্প্রীতি, রংপুর বিভাগ) প্রকল্পের কারিগরি দিক নিয়ে আলোকপাত করেন।
উল্লেখ্য, এই প্রশিক্ষণে বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) কারিগরি সহায়তা প্রদান করবে।
অপ্রাতিষ্ঠানিক কারিগরি প্রশিক্ষণ চালু হলে প্রকল্পের উপকারভোগীদের জন্য সহজে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, ফলে তাদের আয়ের পথ প্রসারিত হবে এবং আত্মনির্ভরশীলতার দিকে অগ্রসর হওয়া সহজ হবে।
ওরিয়েন্টেশন শেষে প্রকল্পের ফোকাল পারসন একটি আত্মনির্ভরশীল দলের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং সদস্যদের সঙ্গে মতবিনিময় করে প্রকল্পের সার্বিক অগ্রগতি ও বাস্তবায়নে সন্তোষ প্রকাশ করেন।