পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল ও ইএসডিও’র যৌথ আয়োজনে সেমিনার
পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)’র যৌথ আয়োজনে গতকাল (৩০ অক্টোবর ২০২৩) দি ডেইলি স্টার ভবন, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে National Seminar on Adolescent and Youth Friendly Sexual and Reproductive Health (AYSRH) Climate Change, Gender Inequality and Beyond.
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান ক্যাপিস্টোন ফেলো এনডিসি স্যারের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. মো. জাহাঙ্গীর আলম প্রধান (পরিচালক, এমসিএইচ সার্ভিস এবং লাইন ডিরেক্টর, এমসি-আরএএইচ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. রফিকুল ইসলাম সেলিম (যুগ্ম সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়), জনাব ডা. মো. মনজুর হোসেন (প্রোগ্রাম ম্যানেজার, এ এন্ড আরএইচ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর) এবং জনাব ডা. শারমিন সুলতানা (টেকনিক্যাল এডভাইজার, ইউএসএআইডি সুখী জীবন প্রকল্প)।
এছাড়াও বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব ডা. প্রনয় কান্তি দাস (সিভিল সার্জন, জামালপুর), জনাব মো. মাজহারুল হক চৌধুরী (উপ পরিচালক, পরিবার পরিকল্পনা, জামালপুর), জনাব এস এম জামাল আব্দুল নাসের (চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ইসলামপুর), ইএসডিও’র পরিচালক (প্রশাসন) এবং ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ জনাব ড. সেলিমা আখতার ম্যাডাম, জনাব ডা. ইখতিয়ার উদ্দিন (পরিচালক, স্বাস্থ্য ও পুষ্টি, কেয়ার বাংলাদেশ) এবং ইএসডিও’র Youth Engagement (Volunteer) শাশ্বত জামান।
উক্ত সেমিনারে সুখী জীবন প্রকল্প এলাকা থেকে উপস্থিত কিশোর-কিশোরী, ইমাম, নিকাহ্ রেজিষ্টার, শিক্ষক, ইউপি সদস্য ও স্বাস্থ্য সেবা বিভাগের প্রতিনিধিগন দুর্গম এলাকা হওয়া সত্ত্বেও কিভাবে সেখানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি সফলতার উদাহরণ সৃষ্টি করেছেন, সেই গল্প তুলে ধরেন। এছাড়াও সেমিনারে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও তা মোকাবিলা করে কিভাবে প্রজনন স্বাস্থ্যের সুরক্ষা করা সম্ভব তা নিয়ে আলোচনা হয়। সেমিনারে প্রাণবন্ত অংশগ্রহণের জন্য সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ইএসডিও’র পরিচালক (প্রশাসন) এবং ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ জনাব ড. সেলিমা আখতার ম্যাডাম।