আইসিভিজিডি প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত
আজ (২৪ সেপ্টেম্বর ২০২৩) গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত ইনভেষ্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভলপমেন্ট (আইসিভিজিডি) প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফরিদা পারভীন (মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকা), জনাব মোস্তফা কামাল (প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকা) এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান ক্যাপিস্টোন ফেলো এনডিসি স্যার। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইএসডিও’র সিনিয়র উন্নয়ন কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।