
ইএসডিও প্রধান কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর আয়োজনে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ (৬ আগস্ট ২০২৫) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার নিজ হাতে গাছ রোপণ করেন। তার সঙ্গে অংশগ্রহণ করেন সংস্থার বিভিন্ন পর্যায়ের উন্নয়নকর্মীরা।
উক্ত কর্মসূচিতে ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার বলেন, “পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ইএসডিও সব সময়ই টেকসই উন্নয়নে বিশ্বাসী, আর এই কর্মসূচি তারই একটি অংশ।”
উল্লেখ্য, ইএসডিও প্রতিবছরই দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে থাকে। এবারের কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।