
ডব্লিউএফপি’র জরুরি খাদ্য সহায়তা: বাস্তবায়ন সহযোগিতায় ইএসডিও
২৮ নভেম্বর জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ঢাকার কড়াইল বস্তিতে সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর সহযোগিতায় মাঠ পর্যায়ের কর্মীরা ১,৯০০ পরিবারকে হাই এনার্জি বিস্কুট (এইচইবি) বিতরণ করেছে।
এইচইবি প্রস্তুত-খাদ্য (Ready-to-eat), যা প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, প্রোটিন ও কার্বোহাইড্রেট দ্বারা সমৃদ্ধ। রান্না বা পানির প্রয়োজন হয় না বলে এটি জরুরি পরিস্থিতিতে অত্যন্ত কার্যকর এবং কয়েক দিনের জন্য ক্ষতিগ্রস্ত পরিবারের পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করে।
ডব্লিউএফপি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর সিমোন পার্চমেন্ট জানান, “আজকের বিতরণের পর আমরা স্থানীয় প্রশাসন ও মানবিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখব এবং প্রয়োজনে অতিরিক্ত সহায়তা প্রদানে প্রস্তুত থাকব।”
লেখা ও ছবি: ডব্লিউএফপি



