UNO

বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

জলবায়ু পরিবর্তনজনিত খরা মোকাবেলায় নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়ন করছে “Extended Community Climate Change Project- Drought (ECCCP-Drought)” প্রকল্প। ৩০ জুন ২০২৫ তারিখে ইএসডিও ইসিসিসিপি-ড্রাউট প্রকল্প অফিসে ৪০ জন সিসিএজি (ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন গ্রুপ) সদস্যদের মাঝে বসতভিটায় শাকসবজি চাষে উৎসাহিত করতে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আলীমুজ্জামান মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ সোহরাব হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ রুজিনা পারভীন।

বিতরণকৃত কৃষি উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের উফসী জাতের সবজি বীজ, বস্তায় চাষের জন্য আদা, ভার্মি-কম্পোস্ট ও রাসায়নিক সার, ফেরমন ফাঁদ, বেড়ার জন্য নেট, তার, বাঁশ ও মাঁচা তৈরির জন্য সিমেন্ট খুঁটি ইত্যাদি। বিতরণের মূল উদ্দেশ্য টেকসই কৃষি প্রযুক্তির মাধ্যমে অল্প পানি ব্যবহার করে খরা সহিষ্ণু ফসল চাষ করে পারিবারিক পুষ্টি ও আয় বৃদ্ধি করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *