
ইএসডিও’র ডিজিটাল ঋণ কর্মসূচির যাত্রা শুরু
‘আমার ঋণ আমি নিব, আমার ঋণ আমি দিব’—এই স্লোগানকে সামনে রেখে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পরিচালিত Paperless, Branchless Financing কার্যক্রমের আওতায় ‘Sustainable Income Source Through Enterprise (SISTE)’ নামে একটি অ্যাপ ও ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। আজ (২২ জুলাই ২০২৫) মঙ্গলবার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ, রানীশৈংকল ও নেকমরদ এলাকায় ৫ জন সদস্যকে নিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে অ্যাপ এবং ওয়েবসাইটের উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. ফজলুল কাদের। এবং যুক্ত ছিলেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার এবং পিকেএসএফ-এর সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও উপ-প্রকল্প সমন্বয়কারী (স্মার্ট-পিকেএসএফ) জনাব এ কে এম জহিরুল হক। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার বিভিন্ন পর্যায়ের উন্নয়নকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. ফজলুল কাদের বলেন, “এই Paperless, Branchless Financing কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ইএসডিও যে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে, তা প্রশংসনীয়। SISTE অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এখন সুবিধাভোগীরা নিজ উদ্যোগে ঋণ গ্রহণ ও কিস্তি পরিশোধ করতে পারবেন, যা তাদের সময়, খরচ এবং ভোগান্তি কমাবে। পাশাপাশি, এই ডিজিটাল পদ্ধতি গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণে সহায়তা করবে।
আমরা বিশ্বাস করি, এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগই আগামী দিনে ক্ষুদ্রঋণ খাতের উন্নয়নে নেতৃত্ব দেবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পিকেএসএফ সবসময় এমন জনকল্যাণমূলক উদ্যোগের পাশে থাকবে।”
এই সিস্টেমটি সংস্থার নির্বাহী পরিচালক মহোদয়ের নির্দেশনায় তৈরি করেছে ইএসডিও আইসিটি ইউনিট। সিস্টেমটির মাধ্যমে গ্রাহকরা অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে নিজেরাই ঋণের আবেদন করতে পারবেন এবং ঘরে বসেই কিস্তি পরিশোধ করতে পারবেন। পুরো প্রক্রিয়ায় কোনো কাগজপত্র বা শাখা অফিসে যাওয়ার প্রয়োজন হবে না। এই উদ্যোগ ডিজিটাল অন্তর্ভুক্তির মাধ্যমে প্রান্তিক জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।