ESDO (4)

ইএসডিও’র মাধ্যমে প্রত্যন্ত এলাকায় বন্যা সতর্কীকরণ বার্তা প্রচার, প্রস্তুতি ও সাড়াদান মহড়া অনুষ্ঠিত

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউনিয়নে বন্যা সতর্কীকরণ বার্তা প্রচার, প্রস্তুতি ও সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ০৯ জুলাই ২০২৫ তারিখে চুকাইবাড়ি ইউনিয়নের বির হলকা উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার আগাম প্রস্তুতি বিষয়ে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজা বেগমের সভাপতিত্বে এবং ইএসডিও’র কর্মকর্তা মো. আমীর হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন রতন মিয়া, উপজেলা কৃষি অফিসার এবং মো. আখতারুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, দেওয়ানগঞ্জ, জামালপুর।

বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর সহযোগিতায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে SRSP প্রকল্পের আওতায় যমুনা অববাহিকায় প্রত্যন্ত অঞ্চলে বন্যা সতর্কীকরণ বার্তা প্রচার, বন্যা পূর্ব প্রস্তুতি ও সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। উক্ত মহড়ায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা, পারিবারিক প্রস্তুতি, উঠান অধিবেশন, বন্যা চিহ্নিতকারী ফলক প্রদর্শন, উদ্ধার প্রক্রিয়া ও সরকারি বিভিন্ন বিভাগের আগাম পদক্ষেপ প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *