
ইএসডিও’র ম্যানেজমেন্ট ট্রেইনিদের ভিত্তি প্রশিক্ষণ সম্পন্ন, সনদপত্র বিতরণ
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর ম্যানেজমেন্ট ট্রেইনিদের জন্য আয়োজিত ৫ দিনব্যাপী ভিত্তি প্রশিক্ষণ আজ আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যারের দিকনির্দেশনায় গত ৪ জুলাই ২০২৫ থেকে শুরু হওয়া এই আবাসিক প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় ইএসডিও ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার, গোবিন্দনগর, ঠাকুরগাঁও-এ।
সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন ইএসডিও’র হেড অফ লার্নিং, ইনোভেশন এন্ড এমই মো: মাজেদুল ইসলাম মামুন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেনিং এন্ড কাউন্সেলিং ম্যানেজার মো: শাহীন এবং ট্রেনিং কো-অর্ডিনেটর সেলিনা আখতার।
এই প্রশিক্ষণে মোট ২১ জন ম্যানেজমেন্ট ট্রেইনি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের বিভিন্ন ধাপে সংস্থার কাঠামো, নীতিমালা, প্রকল্প ব্যবস্থাপনা, নেতৃত্ব বিকাশ এবং মাঠপর্যায়ের বাস্তব কাজের প্রস্তুতি বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়।