ESDO (1)

কৃষি মেলায় ইএসডিও সীডস প্রকল্পের অংশগ্রহণ

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উলিপুর, কুড়িগ্রামের আয়োজনে ২৬ জুন হতে ২৯ জুন ২০২৫ ইং পর্যন্ত চার দিনব্যাপী কৃষি মেলার আয়োজন করা হয়। কৃষি মেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সীডস কর্মসূচীসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানসমূহ স্টল প্রদান এবং ফিল্ড পর্যায়ের কর্মসূচী ডেমোনস্ট্রেশন চিত্র তুলে ধরে। মেলার উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, উলিপুর, কুড়িগ্রাম।

উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মোঃ মামুনুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রাম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন, মৎস্য অফিসার শামীমা নাসরীনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এসময় ইএসডিও-সীডস কর্মসূচীর প্রতিনিধিরা কর্মসূচী সম্পর্কে বিশদ বর্ণনা করেন। পরিদর্শকগণ সীডস কর্মসূচীর বিভিন্ন দিক, বিশেষ করে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বাণিজ্যিক গ্রাম কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য যে, ইএসডিও সীডস কর্মসূচীটি কুড়িগ্রাম জেলার উলিপুর, রাজারহাট ও চিলমারি উপজেলার ৯টি ইউনিয়নে ৩০০০টি প্রান্তিক পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে আগামী ২০২৮ সাল পর্যন্ত কাজ করে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *