01

জলঢাকায় জেএনও ওয়াশ প্রকল্পের সফলতা উদযাপন ও সমাপ্তি সভা অনুষ্ঠিত

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত জেএনও ওয়াশ প্রকল্পের সফলতা উদযাপন এবং সমাপ্তি সভা ২৯ জুলাই ২০২৫ তারিখে জলঢাকা উপজেলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর প্রোগ্রাম স্পেশালিস্ট পঙ্কজময় ত্রিপুরা, সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা আইসিটি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার। অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন জেএনও ওয়াশ প্রকল্প বাস্তবায়িত বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গ্রাম উন্নয়ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ। ইএসডিও’র পক্ষে উপস্থিত ছিলেন আবু জাফর নূর মোহাম্মদ (হেড অব ফিল্ড অপারেশন ও ফোকাল পারসন) এবং মোঃ আব্দুল মান্নান (প্রজেক্ট ম্যানেজার)।

মানসম্মত শিক্ষা, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতার অনন্য পদক্ষেপ হিসেবে, জেএনও ওয়াশ প্রকল্পের আওতায় মোট ৩৫টি বিদ্যালয়ের মধ্যে চাহিদার ভিত্তিতে ৫টি বিদ্যালয়ে একীভূত ওয়াশ ব্লক স্থাপন এবং ২২টি বিদ্যালয়ে ওয়াশ ব্লক মেরামত করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি বিদ্যালয়ে দুর্যোগ সহনশীল সবজি বাগান স্থাপন করা হয়েছে।

এই প্রকল্পের মূল লক্ষ্য হলো অন্তর্ভুক্তিমূলক, মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য ওয়াশ সুবিধা এবং স্বাস্থ্য ও পুষ্টি-সম্পর্কিত জ্ঞানের উন্নতির মাধ্যমে কিশোর-কিশোরীদের সুস্থতা বৃদ্ধি। উপজেলা প্রশাসন, শিক্ষক এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। শিক্ষার্থীরা এখন নিরাপদ খাবার পানি, পরিষ্কার-পরিচ্ছন্ন একীভূত ওয়াশ সুবিধা পাচ্ছে, যা তাদের নিয়মিত উপস্থিতি ও শ্রেণিকক্ষে মনোযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে ৬ জন শিক্ষার্থীকে ওয়াশ ব্লক ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে দায়িত্ব পালনের জন্য এবং ভবিষ্যৎ কার্যক্রমে আরও উৎসাহ প্রদানের লক্ষ্যে পুরস্কার প্রদান করা হয়। প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *