1

শিশুশ্রম নিরসনে ঠাকুরগাঁও মডেল: ১১৯২ শিশুর জীবন বদলে দিয়েছে ইএসডিও

ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহায়তায় এবং যুক্তরাজ্য সরকারের অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) সিএলএমএস মডেলে ১১৯২ জন শিশুকে শিশুশ্রম থেকে মুক্ত করে শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করেছে এবং কর্মসূচির আওতায় শিশুশ্রমে জড়িত পরিবারসমূহকে সহায়তা প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং সরকার ও স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে শিশুশ্রম নিরসনে কার্যকর মডেল হিসেবে স্বীকৃত হয়েছে।

আজ (২৬ জুলাই ২০২৫) ইএসডিও প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে ‘শিশুশ্রম নিরসনে ঠাকুরগাঁও মডেল’ শীর্ষক অভিজ্ঞতা ও সাফল্য উস্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মাননীয় সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এ এইচ এম সফিকুজ্জামান মহোদয়ের নেতৃত্বে শিশুশ্রম সংক্রান্ত কেন্দ্রীয় মনিটরিং কমিটির সদস্যগণ ঠাকুরগাঁও মডেলের সাথে সম্পৃক্ত অংশীজন বিশেষত স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার, শিক্ষক, চাকুরিদাতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ, অভিভাবক এবং সাবেক শিশু শ্রমিকদের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন। অনুষ্ঠানে তিনি বলেন, শিশুশ্রম প্রতিরোধে সরকার বদ্ধপরিকর। এই মডেল দেশের অন্যান্য জেলাতেও প্রয়োগের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

সকালে উপজেলাভিত্তিক ষ্টল পরিদর্শন ও প্রকল্প ভুক্ত শিশু শিল্পীদের চিত্র প্রদর্শনী উদ্বোধন, শিশুশ্রম নিরসনে তথ্যচিত্র, গম্ভীরা ও পথ নাটক প্রদর্শন এবং ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যারের সূচনা অভিবাদনের পর প্রারম্ভিক বক্তব্য রাখেন জনাব সৈয়দা মুনিরা সুলতানা, লীড, চাইল্ড লেবার এন্ড সেফ ওয়ার্ক ফর ইয়থ, আইএলও বাংলাদেশ।

অনলাইনে উদ্বোধনী ভাষণ দেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক চেয়ারম্যান, নির্বাহী পরিষদ, ইএসডিও। এরপর মাঠ পর্যায়ের অভিজ্ঞতা – সাবেক শিশুশ্রমিক, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, সিভিল সোসাইটি প্রতিনিধি, চাকুরিদাতা, স্থানীয় সরকার প্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দের অভিজ্ঞতা উপস্থাপন করা হয়।

এছাড়াও ন্যাশনাল চাইল্ড লেবার মনিটরিং কমিটির যুগ্ম আহবায়ক জনাব এডভোকেট সালমা আলী এবং ওমর মোঃ ইমরুল মহসিন, মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং আহবায়ক, ন্যাশনাল চাইল্ড লেবার মনিটরিং কমিটি বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ঠাকুরগাঁও এবং জনাব ইশরাত ফারজানা, জেলা প্রশাসক, ঠাকুরগাঁও। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন মো: শহিদুল ইসলাম, এনডিসি, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রংপুর এবং জনাব জাহেদা পারভীন, সচিব, সমন্বয় ও সংস্কার, মন্ত্রিপরিষদ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

দিনব্যাপী এই আয়োজনে ঠাকুরগাঁও মডেলকে একটি সম্ভাবনাময় ও পুনরাবৃত্তিযোগ্য জাতীয় কৌশল হিসেবে বিবেচনার কথা উঠে আসে বিভিন্ন বক্তার আলোচনায়। অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *