শুরু হয়েছে ইএসডিও-স্বপ্ন ২ প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচি
ইএসডিও-স্বপ্ন ২ প্রকল্পের আওতায় রংপুর জেলার সিও বাজারে অবস্থিত ইএসডিও-সিলভার জুবিলী ভবনে শুরু হয়েছে ৫ দিনব্যাপী Training of Trainers (T o T) on Livelihoods Development
Skill Training। এই প্রশিক্ষণ কর্মসূচি ৮ থেকে ১২ এপ্রিল ২০২৫ পর্যন্ত চলবে।
প্রশিক্ষণ উদ্বোধন করেন জনাব মোঃ মইনুল ইসলাম, ডিডিএলজি, রংপুর। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনডিপি ও ইএসডিও প্রধান কার্যালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।