S

ইএসডিও’র মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উন্নয়নকর্মীদের পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক প্রদান

আজ (২২ এপ্রিল ২০২৫), ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে কর্মরত স্বপন কুমার সাহা (হেড অফ রিজিওন, প্রধান কার্যালয়, ঠাকুরগাঁও), আব্দুল মান্নান (এরিয়া ম্যানেজার, বগুড়া, সিরাজগঞ্জ জোন), মোঃ বদিউজ্জামান (ব্রাঞ্চ ম্যানেজার, মহেন্দ্রনগর, লালমনিরহাট), মোছাঃ হালিমা খাতুন (হিসাবরক্ষক, মহারাজাহাট, ঠাকুরগাঁও), মোঃ নাজমুল হোসেন (ফিল্ড অফিসার, দুর্গাপুর শাখা, রাজশাহী) এর হাতে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক তুলে দেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার, ইএসডিও নির্বাহী পরিষদের চেয়ারম্যান জনাব সফিকুল ইসলাম এবং সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার ম্যাডাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও সাধারণ পরিষদের সদস্য জনাব মো. আখতারুজ্জামান (উপ-পরিচালক (অব:), মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রংপুর অঞ্চল, রংপুর)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অফ ফাইন্যান্স মো. সৈয়দ আলী, হেড অফ এইচআর মো. আবুল মনসুর সরকার এবং সংস্থার বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই অনুষ্ঠানের মাধ্যমে ইএসডিও কর্মীদের প্রতি তাদের দীর্ঘমেয়াদি সেবার স্বীকৃতি প্রদান করা হয় এবং সংস্থার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদেরকে সম্মানিত করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *