IMG-20251103-WA0007

জাতিসংঘের দ্বিতীয় সামাজিক উন্নয়ন সম্মেলনে ইএসডিও

জাতিসংঘের দ্বিতীয় সামাজিক উন্নয়ন সম্মেলন (UN Second Social Development Summit 2025) ৩ থেকে ৬ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত দোহা, কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিনিধিদল দোহা, কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

ইএসডিও’র ৮ সদস্যের এই প্রতিনিধিদলে আছেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার, সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার ম্যাডাম, শাশ্বত জামান (টিম লিডার, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড আইসিটি), মোঃ জিল্লুর রহমান (ফাইন্যান্স কন্ট্রোলার এন্ড হেড অব কমপ্লায়েন্স), মো. মশিউর রহমান (হেড অব প্লানিং এন্ড ডিআরআর), মো. দেলোয়ার ইসলাম (হেড অব কমিউনিকেশন), কাজী মোঃ সিরাজুস সালেকিন (হেড অব গভর্নেন্স), মো. তোফাজ্জল হোসেন (হেড অব রাইটস)।

এই সম্মানজনক বৈশ্বিক আয়োজনে ইএসডিও একটি বিশেষ স্বীকৃতিপ্রাপ্ত সিভিল সোসাইটি অর্গানাইজেশন (CSO) হিসেবে অংশ নিচ্ছে। সামাজিক উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, টেকসই উন্নয়ন এবং সমতা প্রতিষ্ঠায় ইএসডিও’র দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদান এই আন্তর্জাতিক স্বীকৃতির ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

জাতিসংঘ আয়োজিত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, উন্নয়নকর্মী ও সিভিল সোসাইটি সংগঠনসমূহ একত্রিত হয়ে বৈশ্বিক সামাজিক উন্নয়নের রূপরেখা ও অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় করবেন। ইএসডিও প্রতিনিধিদলের এই অংশগ্রহণ বাংলাদেশের উন্নয়ন খাতের জন্য গৌরবের বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *