Web

ইএসডিও’র উন্নয়নকর্মীদের পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক প্রদান

আজ (১৪ জুলাই ২০২৫), ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উন্নয়নকর্মী মৃত শুকরিয়া আক্তার মৌসুমি এবং মোঃ আব্দুল মতিন মুন্সি এর পরিবারের হাতে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক তুলে দেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার। উক্ত আয়োজনে সংস্থার বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই আয়োজনের মাধ্যমে ইএসডিও কর্মীদের প্রতি তাদের দীর্ঘমেয়াদি সেবার স্বীকৃতি প্রদান করা হয় এবং সংস্থার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদেরকে সম্মানিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *