
যমুনা নদীর অববাহিকায় ইএসডিও’র উদ্যোগে বন্যা সতর্কীকরণ ফলক স্থাপন
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত এসআরএসপি এবং ফ্লাড এ্যানটিসিপেটরি অ্যাকশন প্রকল্পের আওতায় জামালপুর ও বগুড়া জেলার যমুনা নদীর অববাহিকায় মোট ২২টি স্থানে স্থানীয় বন্যা সতর্কীকরণ ফলক স্থাপন করা হয়েছে।
এই ফলকগুলোর মাধ্যমে বন্যার সম্ভাব্য অবস্থা সম্পর্কে স্থানীয় জনগণকে পূর্ব সতর্কতা প্রদান করা হবে। ফলকে তিনটি রঙ ব্যবহার করা হয়েছে —
– সবুজ: স্বাভাবিক অবস্থা
– হলুদ: সতর্কতা অবস্থা
– লাল: ঝুঁকিপূর্ণ বা বিপদজনক অবস্থা
এভাবে রঙের ভিত্তিতে জনগণ সহজেই বন্যা পরিস্থিতি অনুধাবন করতে পারবে এবং আগাম প্রস্তুতির মাধ্যমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে পারবে।
ফলক স্থাপনে স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট পক্ষসমূহ গুরুত্বপূর্ণ সহযোগিতা প্রদান করেছে।
উল্লেখ্য, এই প্রকল্পটি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (UNWFP)-এর সহায়তায় বাস্তবায়ন করছে ইএসডিও। এ কার্যক্রম বন্যাপ্রবণ এলাকায় আগাম প্রস্তুতির সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।