Category: EVENTS

02
EVENTS

ইএসডিও’র ইন্টিগ্রেটেড স্পন্সরশীপ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা দল কর্তৃক ইএসডিও’র ইন্টিগ্রেটেড স্পন্সরশীপ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন।

মঙ্গলবার (০১ জুলাই ২০২৫) জলঢাকায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত ইন্টিগ্রেটেড স্পন্সরশিপ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক জনাব মাশরুর সাহীদ হোসেন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাশফিয়া ইয়াসমীনের নেতৃত্বে একটি গবেষণা দল। বিশ্ববিদ্যালয়ের গবেষণার অংশ হিসেবে তাঁরা এই কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। আবু জাফর নূর মোহাম্মদ (হেড অফ ফিল্ড অপারেশন) এবং সন্তোষ কুমার তিজ্ঞা (হেড অফ এমইএল, ইএসডিও) এসময় উপস্থিত ছিলেন।

এ সময় তাঁরা শিশু বিকাশ কেন্দ্র কার্যক্রম ও শিশুদের অগ্রগতি, অভিভাবকদের সাথে মতবিনিময়, একিভূত ওয়াশ ব্লক ও ইয়ুথ লার্নিং সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তাঁরা প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া, কার্যক্রমের স্থায়িত্ব, কমিউনিটি ও স্থানীয় অংশীজনদের অংশগ্রহণ, আত্মবিশ্বাস, জ্ঞান ও দক্ষতার প্রসার সহ প্রকল্পের অংশীজনদের জীবন মানের গুনগত পরিবর্তন ইত্যাদি মাঠপর্যায়ে মূল্যায়ন করেন।

পরিদর্শন শেষে কমিউনিটি লার্নিং সেন্টারে একটি লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়। এতে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে বিশ্লেষণ উপস্থাপন করা হয়। অধ্যাপক জনাব মাশরুর সাহীদ হোসেন ইএসডিও’র প্রতি গভীর ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “মাঠ পর্যায়ের এই ধরনের কার্যক্রম সরাসরি জাতীয় উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। শিশু বিকাশ, শিক্ষা, স্বাস্থ্যবিধি, তরুণদের নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন এসবই আমাদের দেশের মানবসম্পদ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। বিশেষ করে সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি করে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে দেয়। এ সকল কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারছি, কীভাবে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটির ভিতর থেকে উদ্ভাবনী ও টেকসই পরিবর্তন আনতে পারে। এই অভিজ্ঞতা শুধু আমাদের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক জ্ঞানকে সমৃদ্ধ করছে না, বরং জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও গবেষণার জন্য নতুন মাত্রা যোগ করেছে।”

প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

ED
EVENTS

Signing ceremony for the 3rd-year agreement of the “Activating Village Courts in Bangladesh Phase III Project”

1 July 2025, the signing ceremony for the 3rd-year agreement of the “Activating Village Courts in Bangladesh Phase III Project” was held at IDB Bhaban, UNDP, Dhaka. From ESDO, the honorable Executive Director, Dr. Md. Shahid Uz Zaman Sir, signed the agreement.
The event was graced by the presence of Mr. Anowarul Haque, Assistant Resident Representative, Mr. Tanvir Rahman, Senior Governance Specialist, and Mr. Bibhash Chakraborty, National Project Coordinator of the AVCB III Project, along with team members from UNDP.
UNO
EVENTS

বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

জলবায়ু পরিবর্তনজনিত খরা মোকাবেলায় নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় গ্রীন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়ন করছে “Extended Community Climate Change Project- Drought (ECCCP-Drought)” প্রকল্প। ৩০ জুন ২০২৫ তারিখে ইএসডিও ইসিসিসিপি-ড্রাউট প্রকল্প অফিসে ৪০ জন সিসিএজি (ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন গ্রুপ) সদস্যদের মাঝে বসতভিটায় শাকসবজি চাষে উৎসাহিত করতে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আলীমুজ্জামান মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোঃ সোহরাব হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ রুজিনা পারভীন।

বিতরণকৃত কৃষি উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের উফসী জাতের সবজি বীজ, বস্তায় চাষের জন্য আদা, ভার্মি-কম্পোস্ট ও রাসায়নিক সার, ফেরমন ফাঁদ, বেড়ার জন্য নেট, তার, বাঁশ ও মাঁচা তৈরির জন্য সিমেন্ট খুঁটি ইত্যাদি। বিতরণের মূল উদ্দেশ্য টেকসই কৃষি প্রযুক্তির মাধ্যমে অল্প পানি ব্যবহার করে খরা সহিষ্ণু ফসল চাষ করে পারিবারিক পুষ্টি ও আয় বৃদ্ধি করা।

ESDO (1)
EVENTS

কৃষি মেলায় ইএসডিও সীডস প্রকল্পের অংশগ্রহণ

কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উলিপুর, কুড়িগ্রামের আয়োজনে ২৬ জুন হতে ২৯ জুন ২০২৫ ইং পর্যন্ত চার দিনব্যাপী কৃষি মেলার আয়োজন করা হয়। কৃষি মেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সীডস কর্মসূচীসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানসমূহ স্টল প্রদান এবং ফিল্ড পর্যায়ের কর্মসূচী ডেমোনস্ট্রেশন চিত্র তুলে ধরে। মেলার উদ্বোধন ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, উলিপুর, কুড়িগ্রাম।

উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মোঃ মামুনুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুড়িগ্রাম। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন, মৎস্য অফিসার শামীমা নাসরীনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এসময় ইএসডিও-সীডস কর্মসূচীর প্রতিনিধিরা কর্মসূচী সম্পর্কে বিশদ বর্ণনা করেন। পরিদর্শকগণ সীডস কর্মসূচীর বিভিন্ন দিক, বিশেষ করে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বাণিজ্যিক গ্রাম কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

উল্লেখ্য যে, ইএসডিও সীডস কর্মসূচীটি কুড়িগ্রাম জেলার উলিপুর, রাজারহাট ও চিলমারি উপজেলার ৯টি ইউনিয়নে ৩০০০টি প্রান্তিক পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে আগামী ২০২৮ সাল পর্যন্ত কাজ করে যাবে।

3
EVENTS

ইএসডিও’র পিপিইপিপি-ইইউ প্রকল্পের বিউটিশিয়ান প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আজ (২ জুন ২০২৫) ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় এক মাসব্যাপী আবাসিক বিউটিশিয়ান প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সংস্থার প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।

আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও’র পরিচালক (প্রশাসন) এবং ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার ম্যাডাম। অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।

এসময়, ড. সেলিমা আখতার ম্যাডাম বলেন, “দারিদ্র্য বিমোচন এবং পরিবারে বহুমুখী আয়ের উৎস সৃষ্টিতে এই ধরনের প্রশিক্ষণগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণ গ্রহনকারীরা পরবর্তীতে নিজেদের দক্ষতা বাড়িয়ে আত্মনির্ভরশীল হয়ে উঠতে সক্ষম হবেন।” তিনি আরও উল্লেখ করেন যে, বিউটিশিয়ান প্রশিক্ষণ বিশেষভাবে নারীদের জন্য একটি সম্ভাবনাময় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, যা তাদের অর্থনৈতিক স্বচ্ছলতা আনতে সহায়ক হবে।

DSC05942
EVENTS

ইএসডিও’র মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উন্নয়নকর্মীদের পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক প্রদান

আজ (৩১ মে ২০২৫), ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে কর্মরত মোঃ ওমর ফারুক, জোনাল ম্যানেজার, ডোমার, নীলফামারী; মোঃ আবুল কাশেম, ব্রাঞ্চ ম্যানেজার, দুর্গাপুর, রাজশাহী; মোঃ হামিদুর রহমান, ব্রাঞ্চ ম্যানেজার, সুটিবাড়ী, ডোমার; ধরণী কুমার রায়, একাউন্টেন্ট, গজঘন্টা, রংপুর: রত্না রানী পাল, একাউন্টেন্ট, ফাড়াবাড়ী, ঠাকুরগাঁও; মোছাঃ তাসকেরা খাতুন, ফিল্ড অফিসার, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী; মোঃ নুরুজ্জামান, ফিল্ড অফিসার, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এর হাতে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক তুলে দেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অফ ফাইন্যান্স মো. সৈয়দ আলী, হেড অফ এইচআর মো. আবুল মনসুর সরকার এবং সংস্থার বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই অনুষ্ঠানের মাধ্যমে ইএসডিও কর্মীদের প্রতি তাদের দীর্ঘমেয়াদি সেবার স্বীকৃতি প্রদান করা হয় এবং সংস্থার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদেরকে সম্মানিত করা হয়।
ESDO (1)
EVENTS

যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকুরিদাতা প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

ঢাকা শহরে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত যুবদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি বিষয়ক “বাংলাদেশে যুব কর্মসংস্থানের উন্নয়নের মাধ্যমে তাদের কর্মদক্ষতা ও প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করে ২১শ শতকের চাকরির বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করা (লিফট)” প্রকল্পের মাধ্যমে এডুকো বাংলাদেশ চাইল্ড ফান্ড কোরিয়া (CFK) এর অর্থায়নে এবং ইএসডিও-র সহযোগিতায় নাভানা সিএনজি, প্রাণ-আরএফএল গ্রুপ, বাঁধন গ্রুপ, সিকাল্ব রিসোর্ট ও কনভেনশন হল, ভাওয়াল রিসোর্ট এবং আজিজ এয়ার সার্ভিসেস এর সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান ১৯ মে সোমবার ফোর-সিজন্স রেস্টুরেন্টে সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত ৩০০ জন যুব’র (১৬-২২ বছর বয়সী) কর্মদক্ষতা বৃদ্ধি করা এবং তাদের জন্য ২১ শতকের চাহিদা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। উক্ত উদ্দেশ্য বাস্তবায়নের অংশ হিসেবে যুবদের আধুনিক চাকরির বাজারে উপযোগী করে তুলতে বিভিন্ন ট্রেডে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ এর আয়োজন করা হয়। উল্লেখিত চাকুরিদাতা প্রতিষ্ঠানসমূহের সাথে সমঝোতার ফলে এই প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াটি আরও সুদৃঢ় এবং কার্যকর হয়েছে। এ সময় উপস্থিত অভিভাবকরা বলেন, এই প্রকল্পটি ঢাকার যুব সমাজের কর্মসংস্থানের সম্ভাবনা প্রসারিত করছে এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজাল কবির খান, ম্যানেজার, চাইল্ড লেবার এলিমিনেশন, এডুকো বাংলাদেশ। অনুষ্ঠানে চাকুরিদাতা প্রতিষ্ঠানসমূহের মধ্যে আরো উপস্থিত ছিলেন সুজুকি মটরস, টিভিএস মটরস, ফেয়ার গ্রুপ এবং লিফট প্রকল্পের সাথে চুক্তিবদ্ধ পাঁচটি টিভিইটি ইনস্টিটিউটের প্রতিনিধিরা। প্রকল্পটির কার্যক্রম ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ফারুক হোসেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর, ইএসডিও। এছাড়াও ইএসডিও-এর টিভিইটি বিভাগের প্রধান শাহরিয়ার মাহমুদ টিভিইটি এর গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, এই উদ্যোগটি দেশের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক হবে। আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবক, মিডিয়া প্রতিনিধিবৃন্দ, এডুকো এবং ইএসডিও-এর কর্মকর্তাবৃন্দ।

আফজাল কবির খান বলেন, “লিফট একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ, যার মাধ্যমে নির্বাচিত অংশগ্রহণকারীদের ৬ মাস কারিগরি এবং সফট স্কিল প্রশিক্ষণ প্রদান করে শোভন কাজের সাথে সম্পৃক্ত করা হয়। এরই অংশ হিসেবে আমরা চাকুরিদাতা প্রতিষ্ঠানসমূহের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করলাম। এই সহযোগিতা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, “এই যৌথ উদ্যোগটি শুধুমাত্র তাদের জীবিকা উন্নত করবে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখছে।”

অনুষ্ঠানে চাকুরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন – ২১ শতকের চাকরির বাজার অনুযায়ী যুবরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত হয়েছে, যার ফলে বিভিন্ন শিল্পক্ষেত্রে দক্ষ জনশক্তি পাওয়ার পথ সুগম হয়েছে। এরূপ উদ্যোগ ভবিষ্যতেও চলমান রাখার ক্ষেত্রে বক্তারা এডুকোর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

তাদের প্রত্যাশা, লিফট প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত যুবরা তাদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি শোভন কাজের সাথে সম্পৃক্ত হতে পারবে, যা স্থানীয় অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে।

ESDO (3)
EVENTS

Dost Ziraat পরিদর্শন

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার তুরস্কের অন্যতম বৃহৎ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ডেয়ারি ফার্ম Dost Ziraat পরিদর্শন করেন। এ পরিদর্শনের মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক মানের কৃষি ও দুগ্ধ শিল্পে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মপরিকল্পনার ভিত্তি তৈরি।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইএসডিও’র পরিচালক (প্রশাসন) এবং ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার ম্যাডাম; পিকেএসএফ-এর উপ-মহাব্যবস্থাপক (কার্যক্রম) জনাব মো: হাবিবুর রহমান; এনডিপি’র নির্বাহী পরিচালক মো: আলাউদ্দিন খান এবং ইএসডিও’র আইসিটি টিম লিডার শাশ্বত জামান।
উক্ত পরিদর্শনে অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান @Dost Ziraat-এর কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার দাউদ ইউছি এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই গুরুত্বপূর্ণ সফরের মাধ্যমে বাংলাদেশের কৃষি ও দুগ্ধ খাতে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও উদ্ভাবনী প্রযুক্তি বাস্তবায়নের সম্ভাবনা আরও প্রসারিত হবে।
S
EVENTS

ইএসডিও’র মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উন্নয়নকর্মীদের পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক প্রদান

আজ (২২ এপ্রিল ২০২৫), ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে কর্মরত স্বপন কুমার সাহা (হেড অফ রিজিওন, প্রধান কার্যালয়, ঠাকুরগাঁও), আব্দুল মান্নান (এরিয়া ম্যানেজার, বগুড়া, সিরাজগঞ্জ জোন), মোঃ বদিউজ্জামান (ব্রাঞ্চ ম্যানেজার, মহেন্দ্রনগর, লালমনিরহাট), মোছাঃ হালিমা খাতুন (হিসাবরক্ষক, মহারাজাহাট, ঠাকুরগাঁও), মোঃ নাজমুল হোসেন (ফিল্ড অফিসার, দুর্গাপুর শাখা, রাজশাহী) এর হাতে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক তুলে দেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার, ইএসডিও নির্বাহী পরিষদের চেয়ারম্যান জনাব সফিকুল ইসলাম এবং সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার ম্যাডাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও সাধারণ পরিষদের সদস্য জনাব মো. আখতারুজ্জামান (উপ-পরিচালক (অব:), মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রংপুর অঞ্চল, রংপুর)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অফ ফাইন্যান্স মো. সৈয়দ আলী, হেড অফ এইচআর মো. আবুল মনসুর সরকার এবং সংস্থার বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই অনুষ্ঠানের মাধ্যমে ইএসডিও কর্মীদের প্রতি তাদের দীর্ঘমেয়াদি সেবার স্বীকৃতি প্রদান করা হয় এবং সংস্থার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদেরকে সম্মানিত করা হয়।

 

ESDO (9)
EVENTS

বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের SMART প্রকল্প পরিদর্শন

১৬ এপ্রিল ২০২৫, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর SMART প্রকল্পের আওতায় বাস্তবায়িত সাবসেক্টর পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী, রাইস মিল এবং ইকো-ট্যুরিজম এর মাঠপর্যায়ের চলমান কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি Ms. Eun Joo এবং Mr. Sayed।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার; পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও SMART প্রকল্পের সমন্বয়কারী জনাব গোকুল চন্দ্র বিশ্বাস; সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম) জনাব মো. রওশন হাবীব; ব্যবস্থাপক (কার্যক্রম) জনাব আবু হায়াত মো. রাহাত; পিকেএসএফ এবং সংস্থার প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।