Category: EVENTS

S
EVENTS

ইএসডিও’র মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের উন্নয়নকর্মীদের পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক প্রদান

আজ (২২ এপ্রিল ২০২৫), ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামে কর্মরত স্বপন কুমার সাহা (হেড অফ রিজিওন, প্রধান কার্যালয়, ঠাকুরগাঁও), আব্দুল মান্নান (এরিয়া ম্যানেজার, বগুড়া, সিরাজগঞ্জ জোন), মোঃ বদিউজ্জামান (ব্রাঞ্চ ম্যানেজার, মহেন্দ্রনগর, লালমনিরহাট), মোছাঃ হালিমা খাতুন (হিসাবরক্ষক, মহারাজাহাট, ঠাকুরগাঁও), মোঃ নাজমুল হোসেন (ফিল্ড অফিসার, দুর্গাপুর শাখা, রাজশাহী) এর হাতে পিএফ, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধাদির চেক তুলে দেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার, ইএসডিও নির্বাহী পরিষদের চেয়ারম্যান জনাব সফিকুল ইসলাম এবং সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার ম্যাডাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিও সাধারণ পরিষদের সদস্য জনাব মো. আখতারুজ্জামান (উপ-পরিচালক (অব:), মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রংপুর অঞ্চল, রংপুর)। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অফ ফাইন্যান্স মো. সৈয়দ আলী, হেড অফ এইচআর মো. আবুল মনসুর সরকার এবং সংস্থার বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই অনুষ্ঠানের মাধ্যমে ইএসডিও কর্মীদের প্রতি তাদের দীর্ঘমেয়াদি সেবার স্বীকৃতি প্রদান করা হয় এবং সংস্থার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাদেরকে সম্মানিত করা হয়।

 

ESDO (9)
EVENTS

বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের SMART প্রকল্প পরিদর্শন

১৬ এপ্রিল ২০২৫, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর SMART প্রকল্পের আওতায় বাস্তবায়িত সাবসেক্টর পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী, রাইস মিল এবং ইকো-ট্যুরিজম এর মাঠপর্যায়ের চলমান কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি Ms. Eun Joo এবং Mr. Sayed।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার; পিকেএসএফ-এর মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও SMART প্রকল্পের সমন্বয়কারী জনাব গোকুল চন্দ্র বিশ্বাস; সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম) জনাব মো. রওশন হাবীব; ব্যবস্থাপক (কার্যক্রম) জনাব আবু হায়াত মো. রাহাত; পিকেএসএফ এবং সংস্থার প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

ESDO (1)
EVENTS

ESDO and Start Network Host Landmark National Consultation on NGO-MFI Pooled Funding Mechanism

Eco-Social Development Organization (ESDO), in collaboration with Start Network, successfully hosted a high-level National Consultation on the feasibility of a Pooled Funding Mechanism resourced by NGO-MFIs in Bangladesh on 15 April 2025 at ATM Shamsul Haque Hall, CIRDAP, Dhaka.

This timely and forward-looking initiative brought together key policymakers, practitioners, and thought leaders from across the development and financial sectors to explore how collective, locally resourced funding models can enhance disaster preparedness, community resilience, and financial sustainability. Honorable Guests Included: Chief Guest: Nazma Mobarek, Secretary, Financial Institutions Division, Ministry of Finance, GoB, Special Guests: Professor Dr. Mohammed Helal Uddin, Executive Vice Chairman, MRA, Md Fazlul Kader, Managing Director, PKSF, Suzanne Lyne, CFOO, Start Network, Session Chair: Dr. Md Shahid Uz Zaman, Executive Director, ESDO.

Executive Secretary of POPI and Chairman of Credit and Development Forum- CDF Murshed Alam Sarker said “Pool fund is needed due to gap in emergency time. Hope we will find the support from all of the stakeholders.”

Nazma Mobarek, Secretary, Financial Institutions Division, Ministry of Finance, GoB said-
“To truly build resilience, we must shift our focus from emergency response to long-term mitigation. This initiative is not only relevant—it’s urgent. I thank ESDO and Start Network for moving beyond the conventional and exploring this vital financing pathway.”

Md Fazlul Kader, Managing Director, PKSF said- “This fund must evolve with the needs of people and institutions—it should be flexible, research-driven, and rooted in the realities of the sector. A decentralized management structure and organic piloting are essential for success.” “We must build a business model that doesn’t rely solely on donors. Reinsurance, dignity, and institutional resilience must all be part of the conversation.”

Professor Dr. Mohammed Helal Uddin, Executive Vice Chairman, MRA said- “Efficiency and equity are key. Pooled funding must ensure fair resource distribution and transparency. It’s time to pilot this mechanism to fill gaps in crisis response and promote social investment.”

Chair of the session Dr. Md. Shahid Uz Zaman said we are at the planning stage now and with this national level policy makers dialogue the policy and procedure development is starring. We are deeply thankful to all stakeholders, including MRA, PKSF, Start Network, and our fellow NGO-MFIs, for joining this pivotal conversation. Your active participation and bold ideas are shaping the path toward a resilient, locally led, and sustainable financing ecosystem in Bangladesh.

The session concept was presented by Sajid Raihan, Ex-Country Manager, START Network. Among the other the Executive Director of COAST Foundation, NDP, SDS, ASHIKA, CARITAS, Country Director of Christian Aid, ACF, Representative of Save the Children, JAGO NARI, SKS, CNRS, GUK, SEEP, Shushilan were presented in the seminar.

For your kind information the main concept of the pool funding model was first presented in COP-29 Azerbaijan, 2024 with the participation of Honorable Adviser , Ministry of Environment, Forest and Climate Change , Syeda Rizwana Hasan.

ESDO
EVENTS

শুরু হয়েছে ইএসডিও-স্বপ্ন ২ প্রকল্পের প্রশিক্ষণ কর্মসূচি

ইএসডিও-স্বপ্ন ২ প্রকল্পের আওতায় রংপুর জেলার সিও বাজারে অবস্থিত ইএসডিও-সিলভার জুবিলী ভবনে শুরু হয়েছে ৫ দিনব্যাপী Training of Trainers (T o T) on Livelihoods Development Skill Training। এই প্রশিক্ষণ কর্মসূচি ৮ থেকে ১২ এপ্রিল ২০২৫ পর্যন্ত চলবে।
প্রশিক্ষণ উদ্বোধন করেন জনাব মোঃ মইনুল ইসলাম, ডিডিএলজি, রংপুর। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনডিপি ও ইএসডিও প্রধান কার্যালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
R
EVENTS

বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন

“জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত”– এই প্রতিপাদ্যকে সামনে রেখে (৭ই এপ্রিল ২০২৫) রংপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হলো দিনব্যাপী নানান আয়োজন। স্বাস্থ্য বিভাগ, রংপুর ও নাইস (নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস) প্রকল্পের যৌথ উদ্যোগে, এবং সিভিল সার্জনের কার্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপিত হয়।

ESDO (2)
EVENTS

পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল ও ইএসডিও’র যৌথ আয়োজনে সেমিনার

পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও)’র যৌথ আয়োজনে গতকাল (৩০ অক্টোবর ২০২৩) দি ডেইলি স্টার ভবন, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে National Seminar on Adolescent and Youth Friendly Sexual and Reproductive Health (AYSRH) Climate Change, Gender Inequality and Beyond.

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান ক্যাপিস্টোন ফেলো এনডিসি স্যারের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. মো. জাহাঙ্গীর আলম প্রধান (পরিচালক, এমসিএইচ সার্ভিস এবং লাইন ডিরেক্টর, এমসি-আরএএইচ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. রফিকুল ইসলাম সেলিম (যুগ্ম সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়), জনাব ডা. মো. মনজুর হোসেন (প্রোগ্রাম ম্যানেজার, এ এন্ড আরএইচ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর) এবং জনাব ডা. শারমিন সুলতানা (টেকনিক্যাল এডভাইজার, ইউএসএআইডি সুখী জীবন প্রকল্প)।

এছাড়াও বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব ডা. প্রনয় কান্তি দাস (সিভিল সার্জন, জামালপুর), জনাব মো. মাজহারুল হক চৌধুরী (উপ পরিচালক, পরিবার পরিকল্পনা, জামালপুর), জনাব এস এম জামাল আব্দুল নাসের (চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ইসলামপুর), ইএসডিও’র পরিচালক (প্রশাসন) এবং ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ জনাব ড. সেলিমা আখতার ম্যাডাম, জনাব ডা. ইখতিয়ার উদ্দিন (পরিচালক, স্বাস্থ্য ও পুষ্টি, কেয়ার বাংলাদেশ) এবং ইএসডিও’র Youth Engagement (Volunteer) শাশ্বত জামান।

উক্ত সেমিনারে সুখী জীবন প্রকল্প এলাকা থেকে উপস্থিত কিশোর-কিশোরী, ইমাম, নিকাহ্ রেজিষ্টার, শিক্ষক, ইউপি সদস্য ও স্বাস্থ্য সেবা বিভাগের প্রতিনিধিগন দুর্গম এলাকা হওয়া সত্ত্বেও কিভাবে সেখানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি সফলতার উদাহরণ সৃষ্টি করেছেন, সেই গল্প তুলে ধরেন। এছাড়াও সেমিনারে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ও তা মোকাবিলা করে কিভাবে প্রজনন স্বাস্থ্যের সুরক্ষা করা সম্ভব তা নিয়ে আলোচনা হয়। সেমিনারে প্রাণবন্ত অংশগ্রহণের জন্য সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ইএসডিও’র পরিচালক (প্রশাসন) এবং ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ জনাব ড. সেলিমা আখতার ম্যাডাম।

ESDO (6)
EVENTS

‘আমরা এখন ১০০০ কোটি টাকায়’

আজ (৩ নভেম্বর ২০২৩) ইএসডিও প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে ‘সঞ্চয়ে সমৃদ্ধি, বকেয়া আদায়ে উন্নতি’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে মাইক্রোফিন্যান্স কর্মসূচি ও পিকেএসএফ সহায়তাপুষ্ট প্রকল্প সমূহের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান ক্যাপিস্টোন ফেলো এনডিসি স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় সংস্থার উন্নয়নকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় মাইক্রোফিন্যান্স কর্মসূচির ১০০০ কোটি টাকা ঋণস্থিতি হওয়ায় সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মহোদয়কে আন্তরিক অভিনন্দন জানানো হয়।

ESDO (5)
EVENTS

আইসিভিজিডি প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত

আজ (২৪ সেপ্টেম্বর ২০২৩) গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত ইনভেষ্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভলপমেন্ট (আইসিভিজিডি) প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফরিদা পারভীন (মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকা), জনাব মোস্তফা কামাল (প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকা) এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব ড. মুহম্মদ শহীদ উজ জামান ক্যাপিস্টোন ফেলো এনডিসি স্যার। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইএসডিও’র সিনিয়র উন্নয়ন কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।